হোপ ইন্টারন্যাশনাল স্কুল

2019-11-06 18:02:33 | Total views : 2103

হোপ ইন্টারন্যাশনাল স্কুল

* একটি ছোট শিশুর কাছে তার মায়ের কোল যেমন নিরাপদ ঠিক তেমনিভাবে একজন কোমলমতী শিশুর শিক্ষার প্রথম ধাপ হিসেবে হোপ ইন্টারন্যাশনাল স্কুল সন্দেহাতীতভাবে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যেখানে শিশু নির্ভয়ে হাসতে হাসতে খেলতে খেলতে লেখাপড়ার জগতে প্রবেশ করে। যা তার মনের উপর কোন বিরূপ প্রভাব পড়তে দেয় না।

* শিক্ষার প্রাথমিক স্তরে মজবুত ভিত গড়ার সাথে সাথে শ্রেণিভিত্তিক পাঠ্যক্রম অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে স্বয়ংসম্পূর্ণভাবে মেধা বিকাশে সহায়তা করার লক্ষ্যে আমাদের শিক্ষকবৃন্দ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ছাত্র/ছাত্রীদের ভাল ফলাফল অর্জনে অতিরিক্ত ক্লাসের পাশাপাশি     প্রয়োজন অনুযায়ী শ্রেণি ভিত্তিক লেকচার শীট,নোট সরবরাহ করা হয়।

* শিক্ষার্থীদের অশোভন উক্তি ও আচরণ কাউন্সিলিং এর মাধ্যমে সংশোধন করে তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা হয়।

* হোপ ইন্টারন্যাশনাল স্কুল এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের সম্পর্ক সুনিবিড়, যে কারণে প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে ব্যতিক্রমধর্মী। 

* বিভিন্ন ধরনের সহ শিক্ষা ( যেমন- শিক্ষা সফর, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা,বনভোজন) কার্যক্রমের দ্বারা শিক্ষা গ্রহণকে করে তোলা হয় আনন্দদায়ক। 

* সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানটি সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তার বলয়ে বেষ্টিত। 


/ About Us | Why study at hope
Suggested Video
//